কলকাতার বই পার্বণ: শুরু হল ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা

বৃহস্পতিবার শুরু হল ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata International Book Fair 2024)। এবারের থিম ব্রিটেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ উপ হাইকমিশনার মিস্টার আলেক্স এলিস সিএনজি সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও অন্যান্য বিশিষ্টরা।

৪৭ তম কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিন সহ ছোট, মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল মিলিয়ে হাজারটির মতো স্টল আছে। মেলায় ঢোকা বেরোনোর নটি গেট থাকছে যার মধ্যে একটি গেট লন্ডন ব্রিজের আদলে তৈরি এবং একটি গেট বেথুন স্কুলের ১৭৫ বর্ষ উপলক্ষে তার আদলে তৈরি। সমরেশ মজুমদার ও এ এস বায়েটের নামে দুটি হল ও আছে এবারের বইমেলায়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসুর জন্ম শতবর্ষ স্মরণে  থাকছে দুটি মুক্তমঞ্চ। ভারতের সবকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার স্টল থাকছে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। 

প্রতিবার বইমেলায় ব্যাপক ভিড়ের ফলে অনেককেই প্রয়োজনীয় স্টলে যেতে হন্যে হয়ে ম্যাপের খোঁজ করতে হয়। এবছর সেই সমস্যার সমাধানে এই প্রথম প্রতি গেটে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মোবাইলেই বই প্রেমীরা পেয়ে যাবেন ডিজিটাল ম্যাপ ও বিভিন্ন স্টলের তথ্য। এবছর বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভাল হবে ২৬ থেকে ২৮ জানুয়ারি। পাশাপাশি ফুড কোর্ট, ব্যাঙ্কিং অর্থাৎ এটিএম পরিষেবা ও পর্যাপ্ত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকছে।

বইমেলায় পার্কিং সমস্যা কাটাতে এবারে ছুটির দিনগুলোতে সরকারি অফিসের পার্কিং ব্যবহার করার অনুমতি চাওয়া হয়েছে গিল্ডের তরফে। বিকাশ ভবন, কেএমডিএ ভবনের পার্কিংয়ে গাড়ি রাখতে পারবেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা থাকবে বইমেলা চলাকালীন। দুপুরের পর থেকে রাত পর্যন্ত ১২ মিনিট অন্তর চলবে মেট্রো।

এবারে অবশ্য আগেই শুরু হচ্ছে কলকাতা বইমেলা। কেন এগিয়ে আনা হল মেলাকে? পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে সংস্থার বুক প্রমোশন আহ্বায়ক শুভঙ্কর দে আনন্দবাজার অনলাইনকে জানান, ২০২৪-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, দু’টি পরীক্ষাকে এগিয়ে আনা হয়েছে। বইমেলাকে পরীক্ষার দিনগুলি থেকে আলাদা রাখার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। ২০২৪-এ লোকসভা নির্বাচনও রয়েছে। সেই কারণেই পরীক্ষাগুলিকে এগিয়ে আনা হয়েছে। তাই, বইমেলার তারিখেও বদল এসেছে।

২০২৪-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। তাই নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে বইমেলা। ২০২৩ থেকেই ১২ দিনের বইমেলা বেড়ে গিয়ে ১৪ দিন হয়েছিল। ২০২৪-এও মেলা চলবে ১৪ দিন।

Comments.

Leave a Comment.

Share this pen